Connect with us

ঢাকা বিভাগ

চরভদ্রাসনে ব্যবসা-প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়

Published

on

মোঃ মনির হোসেন পিন্টু, চরভদ্রাসন প্রতিনিধিঃtaka_টাকা

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর বাজারের বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রন ও ভেজাল বিরোধী অভিযানে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। জানা যায়, গত বুধবার বিকাল ৫ টায় চলমান মাহে রমজানের পবিত্রতা রক্ষা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রনসহ ভেজালমুক্ত বাজার গড়তে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা সিদ্দিকার নেত্বেতে-উপজেলা সেনেটারী ইন্সপেক্টর আবুল কালাম আজাদ, ইউএনও’র সিএ পলাশ চন্দ্র সাহা এবং কিছু সক্রিয় পুলিশ ফোর্সসহ আকস্মিক ভাবে এ ভ্রাম্যমান অভিযান চালানো হয় বলে জানা যায়। এ ব্যাপারে সংশ্লিষ্ট সূত্র জানান, ভোক্তা অধিকার ২০০৯ এর ৩৭ ও ৩৮ ধারায়, উপজেলা সদর বাজারের মুদি, মনোহারী ও ইফতার সামগ্রী তৈরী ও বিক্রয়কারী ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দ্রব্যমূল্য তালিকা না টানানো এবং খাদ্য সামগ্রী খোলা, নোংরা ও অস্বাস্থ্যকার পরিবেশে বিক্রির দায়ে মোঃ খলিলুর রহমানকে ২শ’ টাকা, মোঃ কাউছার হোসেনকে ২ হাজার টাকা, মোঃ ফরহাদ হোসেন মৃর্ধাকে ২ হাজার টাকা সহ মোট ৫ হাজার ২শ’ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত। পরে, প্রত্যেক ব্যবসায়ীর কাছ থেকে জরিমানার টাকা নগদ আদায়ের মাধ্যমে উক্ত মামলার নিস্পত্তি দেখানো হয়।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *