Connect with us

দেশজুড়ে

তিন ঘটনায় হাতীবান্ধা শহরে ব্যাপক ভাংচুর ও হামলা, ছাত্রলীগ সম্পাদক সহ আটক-৪

Published

on

p3জাহাঙ্গীর আলম রিকো, হাতীবান্ধা,লালমনিরহাট : 

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ঘটে যাওয়া দু’টি ঘটনাকে কেন্দ্র করে রবিবার  শহরে ব্যাপক ভাংচুর ও হামলার ঘটনা ঘটেছে। গত ২৯ জুন নিখোঁজ হওয়ার ৩ দিন পর ৬ষ্ঠ শ্রেণির ছাত্র রিপন মিয়া হত্যাকান্ডের ঘটনায় এলাকাবাসী উপজেলা পরিষদ গেট সংলগ্ন এলাকার সড়ক অবরোধ করে রাখে। সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে এ অবরোধ। সিংগীমারী ইউপি চেয়ারম্যান এমজি মোস্তফার হস্তক্ষেপে ৩ ঘন্টা অবরোধ শেষে চলে যায় অবরোধকারীরা।

এদিকে উপজেলার পশ্চিম বেজগ্রাম এলাকার ব্যবসায়ী আলমগীর (৩০) নামে এক যুবকের চিকিৎসায় অবহেলায় মূত্যুর ঘটনায় সদর হাসপাতালে ভাংচুর সহ সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ এলাকাবাসী। এ ঘটনায় ডাঃ ধীমান, ষ্টোর কিপার আতাউল কবির পিকু সহ প্রায় ২০ জন আহত হন। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী হাতীবান্ধা হাসপাতাল, তিস্তা প্যাথলজি ও একতা ক্লিনিকে ব্যাপক ভাংচুর ও হামলা চালায়। বিকাল ৩টায় হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু ও পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে।

এদিকে অপর ঘটনায় হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ফাহিম শাহরিয়ার খান জিহানসহ ৪জনকে আটক করার ঘটনায় উপজেলা শহর অবরোধ করে বিক্ষোভ করে উপজেলা ছাত্রলীগ।পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। এতে টিয়ার শেল ও রাবার বুলেট মারা হয়। এলাকায় থমথমে অবস্থা বিরাজ বিরাজ করছে। তারা জিহানসহ নেতাদের নি:শর্ত মুক্তি দাবী করে। হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগ সভাপতি মশিউর রহমান মামুন বলেন, বিনা উস্কানিতে থানা পুলিশ জিহানসহ ৪ জন নেতা কর্মীকে আটক করেছে। তাদের মুক্তি দেয়া না হলে হাতীবান্ধা অচলের হুমকিও দেন ছাত্রলীগের এ নেতা। হাতীবান্ধা থানার ওসি আ.মতিন প্রধান বলেন, থানায় এসে পুলিশকে শাসানোর অপরাধে তাদেরকে আটক করা হয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *