Connect with us

দিনাজপুর

বীরগঞ্জে ভিমরুলের কামড়ে ৩ বোনের মৃত্যু

Published

on

দিনাজপুরদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার আরাজী লস্করা গ্রামে ভিমরুলের কামড়ে তিন বোনের মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে তাদের মৃত্যু হয়। মৃতরা হলো- দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার আরাজী লস্করা গ্রামের ইসলামের মেয়ে মীম (৮ মাস), ফারজানা (০৩), হাফিজা ০৫)।
শনিবার রাতে ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশু ও পরে আজ রোববার রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আরো এক শিশুর মৃত্যু হয়।
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক সুকুমার রায় জানান, দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার আরাজী লস্করা গ্রামের ইসলামের তিন মেয়ে ও স্ত্রীকে ভিমরুল কামড় দিলে তারা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হলে দুই মেয়ে মারা যায়।
এ বিষয়ে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্তার জানান, গতকাল শনিবার বিকালে উপজেলার ১নং শিবরামপুর ইউনিয়নের আরাজি লসকরা গ্রামে বাশঁঝাড়ের পাশে শিশুরা খেলা করছিল। এ সময় ঝড়ো বাতাস উঠলে বাঁশঝাড়ের পশে থাকা ভীমরুলের চাক ভেঙে তাদের উপর পড়ে। এতে ভীমরুল ওই দুই শিশু ওপর আক্রমণ করে।
বিষয়টি দেখে দাদি রহিমা খাতুন মা তানজিনা বেগম আরেক শিশুকে কোলে নিয়ে তাদের বাঁচাতে আসলে শিশুসহ তারাও ভীমরুলের কবলে পড়ে। এতে একই পরিবারের পাঁচজন আহত হয়। তারা প্রথমে বাসায় প্রাথমিক চিকিৎসা নেয়। পরে অবস্থা গুরুতর হলে রাতে তাদের ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *