Connect with us

জাতীয়

দেশে বর্তমান ভোটার সংখ্যা ৯ কোটি ৬২ লাখ -নির্বাচন কমিশন

Published

on

EC-logoস্টাফ রিপোর্টার:
ভোটার তালিকা হালনাগাদের পর দেশে বর্তমান ভোটার সংখ্যা দাড়ালো প্রায় ৯ কোটি ৬২ লাখে। রোববার নির্বাচন কমিশনের সহকারি পরিচালক (জাতীয় পরিচয়পত্র অণুবিভাগ) মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, মৃত্যুজনিত কারণে অনেক ভোটারকে আগের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এছাড়া নতুন ভোটাদের তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছে। সে হিসেবে বর্তমানে দেশের মোট ভোটার সংখ্যা ৯ কোটি ৬১ লাখ ৯৮ হাজার ৬৫২ জন। এদের মধ্যে ৪ কোটি ৮৪ লাখ ৫১ হাজার ৬৪২ জন পুরুষ ভোটার। আর ৪ কোটি ৭৭ লাখ ৪৭ হাজার ১০ জন মহিলা ভোটার রয়েছেন বলে জানানো হয়। আর আনুপাতিক হরে এ সংখ্যা হচ্ছে ৫০.৩৭:৪৯.৬৩। পূর্বে কৃত হিসাব অনুযায়ী দেশে মোট ভোটার সংখ্যা ছিলো ৯ কোটি ১৯ লাখ ৮০ হাজার ৫৩১ জন। এরমধ্যে মৃত্যুজনিত কারণে ৪ লাখ ৭৭ হাজার ৫২৯ জনের নাম কর্তন করা হয়েছে। আর নতুন ভোটার হয়েছেন ৪৬ লাখ ৯৫ হাজার ৬৫০ জন। নতুনদের মধ্যে পুরুষ ভোটার ২৬ লাখ ২৯ হাজার ৫০৬ জন। আর মহিলা ভোটার ২০ লাখ ৬৬ হাজার ১৪৪জন। এবার নারী ভোটারের সংখ্যা তুলনামূলকভাবে কম হয়েছে বলেও জানানো হয়েছে।
এদিকে দ্বৈত ভোটার সনাক্ত হয়েছে ১ লাখ ৯ হাজার ৫০০ জন। এছাড়া ৪ লাখ ৮ হাজার ১৮৫ ভোটার এলাকা পরিবর্তন করেছেন বলেও জানা গেছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *