Connect with us

দেশজুড়ে

‘নো হেলমেট-নো পেট্রোল’ প্লানে পুরষ্কার পেল রংপুর পুলিশ সুপার

Published

on


আমিরুল ইসলাম, রংপুরঃ সড়ক পথে মোটরসাইকেল দুর্ঘটনা রোধসহ জনসচেতনতা বৃদ্ধিতে দেশব্যাপী আলোচিত ‘নো হেলমেট-নো পেট্রোল’ উদ্যোগকে সফলতার সাথে ছড়িয়ে দেয়ায় পুরষ্কার পেয়েছে রংপুর জেলা পুলিশ। রোববার দুপুরে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে রংপুরের পুলিশ সুপার মিজানুর রহমানের হাতে এই পুরষ্কার তুলে দেন ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য। পুরষ্কার প্রদানের আগে অনুষ্ঠিত রংপুর বিভাগে গত সেপ্টেম্বর মাসের আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনায় সভায় ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বলেন, অপরাধ দমন থেকে শুরু করে সব ক্ষেত্রে স্থিতিশীল পরিবেশ সৃষ্টি ও সড়ক দুর্ঘটনা রোধে আইন মেনে চলার বিকল্প নেই। ট্রাফিক আইন মেনে চললে সড়কে শৃঙ্খলা ফিরবে। মানুষ নিরাপদ ও স্বস্তিতে বাসায় ফিরতে পারবে। এজন্য সবাইকে সচেতন হতে হবে। আইন মানতে উদ্যোগ নিতে হবে। এসময় তিনি বলেন, রংপুর জেলা পুলিশ ‘নো হেলমেট-নো পেট্রোল’ আইডিয়ার মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা বাড়িয়েছে। এমন এক্সক্লুসিভ আইডিয়া নিয়ে মানুষকে আইন মেনে চলতে উদ্বুদ্ধ করারও পরামর্শ দেন তিনি। সভায় রংপুর রেঞ্জের গত সেপ্টেম্বর মাসের অপরাধ পরিস্থিতি, গ্রেফতারি পরোয়ানা তামিল, আইন-শৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পরে রেঞ্জে কর্মরত সকল স্তরের পুলিশ সদস্যদের মধ্যে কর্মস্পৃহা ও কর্মচা ল্য বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন ক্যাটাগরিতে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য শ্রেষ্ঠ কর্মকর্তাদের হাতে মহোদয় ক্রেস্ট তুলে দেন ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *