Connect with us

জাতীয়

প্রাণভিক্ষার জন্য ৭ দিন সময় পাবেন মুফতি হান্নান: আইজি প্রিজন

Published

on

মৃত্যুদণ্ডাদেশ থেকে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার জন্য সাত কর্মদিবস সময় পাবেন নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদ (হুজি) নেতা মুফতি হান্নান ও তাঁর দুই সহযোগী।

বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘এই সাতদিনের গণনা শুরু হয়েছে গতকাল বুধবার থেকেই। ’

উল্লেখ্য, ২০০৪ সালের ২১ মে সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা হয়। এতে পুলিশের দুই কর্মকর্তাসহ তিনজন নিহত এবং আনোয়ার চৌধুরীসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।

এ মামলার রায়ে ২০০৮ সালের ২৩ ডিসেম্বর বিচারিক আদালত ৫ আসামির মধ্যে মুফতি হান্নান, বিপুল ও রিপনকে মৃত্যুদণ্ড এবং মহিবুল্লাহ ও আবু জান্দালকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। ওই ঘটনায় করা মামলার চূড়ান্ত রায়ে আপিল বিভাগ গত বছরের ৭ ডিসেম্বর তিন আসামির সর্বোচ্চ সাজার রায় বহাল রাখে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *