Connect with us

কুড়িগ্রাম

বাংলাদেশ-ভারত ল্যান্ড বাউন্ডারী যৌথ কমিটির বৈঠক অনুষ্ঠিত

Published

on

৬২ টি ছিটমহলের আর এস রেকর্ড বিনিময়শাহ্ আলম, কুড়িগ্রাম প্রতিনিধি :
বাংলাদেশ-ভারত ল্যান্ড বাউন্ডারী যৌথ কমিটির বৈঠক সোমবার ভারতের কোচবিহার জেলার মেকলিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ছিটমহল সংশ্লিষ্ট কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড় ও নীলফারী জেলার জেলা প্রশাসকগনসহ ১৭ সদস্যের বাংলাদেশী প্রতিনিধি দল অংশ নেয়। বৈঠকে দু’দেশের ১৬২ টি সদ্য বিলুপ্ত ছিটমহলের প্রথম পর্যায়ে ৬২টি ছিটের আর এস রেকর্ড বিনিময় করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশের মূল ভূখন্ডে যুক্ত হওয়া ১১১টির মধ্যে ৪৩টি এবং ভারতের সাথে যুক্ত হওয়া ৫১টির মধ্যে ১৯টি ছিটমহলের ভূমির আর এস রেকর্ড সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকদের নিকট হস্তান্তর করা হয়। অবশিষ্ট বাকী ১০০টি ছিহটের আর এস রেকর্ড পর্যায়ক্রমে হস্তাস্তর করা হবে। বৈঠকে সিদ্ধান্ত হয় আগামী ১৬ আগষ্ট ভারতের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসে ভারতে গমনেচ্ছুকদের বিষয়ে পুনরায় যাচাই-বাছাই করবে। এছাড়াও যৌথ সভায় ভারতে গমনেচ্ছুকদের জন্য নির্দিষ্ট ট্রানজিট পয়েন্টের সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করা হয়।

কুড়িগ্রামের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ আকতার হোসেন আজাদ জানান, বৈঠকে ৬২টি সদ্য বিলুপ্ত ছিটমহলের আর এস রেকড হস্তান্তর করা হয়েছে। পর্যায়ক্রমে বাকী ১০০টি সদ্য বিলুপ্ত ছিটমহলের আর এস রেকর্ড হস্তান্তর করা হলে ছিটমহলের জমির মালিকানা নিয়ে আর কোন ঝামেলা থাকবে না। এছাড়াও বৈঠকে ভারতের নাগরিকত্ব চাওয়া ৯৭৯ জন ছিটের বাসিন্দাকে প্রক্রিয়া শেষে দ্রুত ভারতে গমনের বিষয়েও আলোচন হয়েছে। আগামী ১৬ আগষ্ট ভারতের প্রতিনিধি দল ভারত গমনেচ্ছুদের বিষয়ে যাচাই-বাচাই করতে বাংলাদেশের অভ্যন্তরের সদ্য বিলুপ্ত ছিটমহল গুলোতে আসবে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *