Connect with us

জাতীয়

বিশিষ্ট কবি ও মুক্তিযোদ্ধা রফিক আজাদ আর নেই

Published

on

rafikবিডিপি প্রতিবেদক: বিশিষ্ট কবি ও বীর মুক্তিযোদ্ধা রফিক আজাদ আর নেই (ইন্নালিল্লাহি… রাজিউন)। মস্তিস্কে রক্তক্ষরণজনিত রোগে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ দুপুর ২টা ১০মিনিটে ইন্তেকাল করেছেন।
তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, পাঁচ ছেলেমেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যু সংবাদ রাজধানীতে দ্রুত ছড়িয়ে পড়লে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। তাকে একনজর দেখার জন্য সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিত্বরা হাসপাতালে ছুটে যান।
বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও কবি হারিসুল হক বাসসকে জানান, রক্তে তীব্র সংক্রমণজনিত কারণে তিনি মারা যান। কবি দীর্ঘদিন ধরে ফুসফুস, কিডনিসহ নানা দূরারোগ্য ব্যধিতে ভুগছিলেন। কবির মরদেহ বিশ্ববিদ্যালয়ের আইসিইউ থেকে হীমঘরে নিয়ে রাখা হবে বলেও তিনি জানান।
তার দুই ছেলে বিদেশ রয়েছে উল্লেখ করে এ চিকিৎসক ও কবি আরো জানান, তারা দেশে পৌঁছলে কবির দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় এ কবি ২০১৩ সালে একুশে পদক ও ১৯৮৪ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার অর্জন করেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *