Connect with us

আন্তর্জাতিক

মিশরে ফার্নিচার কারখানায় আগুন লেগে ২৫ জনের মৃত্যু

Published

on

আন্তর্জাতিক ডেস্ক :  কায়রোর উত্তরাঞ্চলে মঙ্গলবার একটি ফার্নিচার কারখানায় আগুন লেগে কমপক্ষে ২৫ জন মারা গেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা একথা জানান। মন্ত্রণালয়ের মুখপাত্র হোসাম আব্দেল গাফফার জানান, রাজধানীর উপকণ্ঠে আল-হেলউ নামের ফার্নিচার কারখানায় আগুনে ২২ জনেরও বেশী কর্মী দগ্ধ ও ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা যায়।

নিরাপত্তা কর্মকর্তারা জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর তিনতলা বিশিষ্ট এ কারখানা ও এর গুদাম ঘরে আগুন ধরে যায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীর ২৩টি ট্রাক কাজ করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া ভিডিও ফুটেজে ওই কারখানা থেকে ঘন ধোঁয়ার কুন্ডলী উঠতে এবং উদ্ধার কর্মীদের সেখানে থাকা লোকজনকে সাহায্য করতে দেখা যায়।

নিরাপত্তা কর্মকর্তারা আরো জানান, একইদিন ভূ-মধ্যসাগরীয় আলেকজান্দ্রিয়ার কাছের একটি শহরের সুপারমার্কেটে পৃথক আগুন লাগার ঘটনায় ১২ জন আহত হয়েছে।

উল্লেখ্য, মিশরে প্রায় এ ধরণের অগ্নিকান্ডের ঘটনা ঘটে। নি¤œমানের ভবন নির্মাণ এবং শিল্প নিরাপত্তা আইন মেনে না চলার কারণে এ ধরণের ঘটনা ঘটছে।
২০১৪ সালের সেপ্টেম্বর মা

কায়রোতে একটি পোশাক কারখানা ধসে পড়ায় ছয়জন নিহত ও ২২ জন আহত হয়। দূর্বল অবকাঠামো এ ধসের কারণ ছিল।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *