Connect with us

জাতীয়

শাহজালালে শ্যাম্পুর বোতল থেকে ২২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার

Published

on

shanpuরাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শ্যাম্পুর ভেতরে আনা ২২ লাখ টাকা মূল্যের স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়া থেকে আসা শেখ রনি আহমেদ নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। শনিবার সকালে তথ্যটি নিশ্চিত করেন শুল্ক গোয়েন্দা বিভাগের পরিচালক ড. মঈনুল খান।

তিনি জানান, গোপন সূত্রে খবর পেয়ে কুয়ালালামপুর থেকে আসা মালিন্দো এয়ারলাইনসের যাত্রী রনি আহমেদকে তল্লাশি করা হয়। তার কাছে থাকা প্যানটিন ব্র্যান্ডের ৪০০ মিলিলিটারের দুটি শ্যাম্পুর বোতলের ভেতরে প্রায় আধা কেজি স্বর্ণ রাখা ছিল। স্বর্ণের বার গলিয়ে লম্বা দুটি কাঠি তৈরি করে বোতল দুটির ভেতর ঢোকানো হয়। উদ্ধার হওয়া সোনার ওজন ৪৬২ গ্রাম। এর মূল্য প্রায় ২২ লাখ টাকা।

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *