Connect with us

আন্তর্জাতিক

রাশিয়ার সাথে সবচেয়ে বড় সামরিক চুক্তি করছে ভারত

Published

on

carriarআন্তর্জাতিক ডেস্ক: ভারত-রাশিয়া যৌথ বৈঠকের আগেই সম্ভবত দু’দেশের মধ্যে হতে চলেছে বিলিয়ন ডলারের একটি সামরিক চুক্তি। অনুমান করা হচ্ছে ভারত ও রাশিয়ার মধ্যে এখনও পর্যন্ত যত সামরিক চুক্তি হয়েছে তারমধ্যে এটাই হতে চলেছে সবচেয়ে ব্যয়বহুল। জানা গিয়েছে, এই একশো কোটি ডলারের চুক্তির বিষয়ে দর কষাকষি করতে রাশিয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছে কেন্দ্রের একটি শীর্ষস্থানীয় প্রতিনিধি দল।
সূত্রের খবর, রাশিয়ার থেকে কিছু সাবমেরিন লিজে নিয়ে এই সামরিক চুক্তিকে চূড়ান্ত করতে চাইছে ভারত। তাছাড়া পরমাণু চালিত একটি বিমানবাহী রণতরীও তারা রাশিয়ার কাছ থেকে নিচ্ছে। যেহেতু আমেরিকা এক্ষেত্রে ভারতের সঙ্গে সামরিক প্রযুক্তি আদান-প্রদান করতে রাজি নয়, সেকারণেই রাশিয়ার সঙ্গে এই নৌ-সামরিক চুক্তি করতে চলেছে ভারত। গত সপ্তাহেই রাশিয়া তাদের পরমাণু চালিত বিমানবাহী রণপোত ‘স্টর্ম’ ভারতকে দিতে ইচ্ছা প্রকাশ করেছে।
প্রসঙ্গত, গত সপ্তাহেই ইন্দো-রাশিয়া দুটি গুরুত্বপূর্ণ সামরিক সমযোতা করেছে। এক, ২০০ টি টুইন ইঞ্জিন কামোভ কা-২২৬টি লাইট মাল্টি-রোল হেলিকপ্টার গড়ার সিদ্ধান্ত নিয়েছে দু’দেশ। দুই, যৌথ ভাবে ফিফথ জেনারেশন ফাইটার এয়ারক্রাফট তৈরির সিদ্ধান্ত নিয়েছে ভারত ও রাশিয়া।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *