Connect with us

দেশজুড়ে

হাতীবান্ধায় উপজেলা ছাত্রলীগের বিরুদ্ধে ইউনিয়ন ছাত্রলীগের বিক্ষোভ ও সংবাদ সম্মেলন

Published

on

Hatibandha Photoহাতীবান্ধা (লালমনিরহাট) সংবাদদাতা: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছেইউনিয়ন ছাত্রলীগ। উক্ত সংবাদ সম্মেলনে উপজেলার ১৬ টি ইউনিটের ১২টি ইউনিটের সভাপতি ও সম্পাদকগণ উপস্থিত ছিলেন। আজ বৃহস্পতিবার দুপুরে একটি বিক্ষোভ মিছিল উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে বের হয়ে শহর প্রদক্ষিন শেষে স্থানীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে মিলিত হয়। হাতীবান্ধা প্রেসক্লাবে আয়োজিত উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গড্ডিমারী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রাশেদুজ্জামান রানা। তিনি তার লিখিত বক্তব্যে উপজেলা ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান মামুন ও সাধারন সম্পাদক ফাহিম শাহরিয়ার জিহানকে অবাঞ্চিত ঘোষনা করেন। তিনি তার বক্তব্যে আরও উলে­খ করেন উক্ত কমিটি ১০/০১/২০১৫ ইং তারিখে গঠিত হলেও আজ অবধি অনুমোদন পায়নি। এছাড়া গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে নির্বাচন প্রচারে অংশগ্রহণ, চাঁদাবাজি, ছিনতাই, মাদকসেবনসহ নানা ধরনের অপকর্মের সঙ্গে জড়িত থাকার দাবী করেন। এ ব্যাপারে লালমনিরহাট জেলা ছাত্রলীগ সভাপতি শহিদুল ইসলাম বলেন, গত ১০/০১/২০১৫ ইং তারিখে হাতীবান্ধা উপজেলা কমিটি গঠিত হয় এবং ১৭ জুলাই’১৫ ইং তারিখে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশক্রমে হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগ কমিটির অনুমোদন দেয়া হয়। তিনি উক্ত কমিটিকে বৈধ বলে উলে­খ করে আরও বলেন, এ কমিটির মেয়াদ এখনো শেষ হয়নি। সংবাদ সম্মেলন শেষে একটি বিক্ষোভ মিছিল স্থানীয় প্রেসক্লাব চত্বর থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের দিকে ফেরার পথে প্রতিপক্ষের হামলার স্বীকার হন। পরবর্তীতে বিক্ষোভকারীরা আবারও সংঘবদ্ধ হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে সামনে অগ্রসর হলে হামলাকারীরা পালিয়ে যায়। এর পর বিক্ষোভকারীরা নিউ মিঠু হোটেলে ভাংচুর চালায়। এ সংঘর্ষে সিংগিমারী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু ও উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক বরকত আহত হন। গড্ডিমারী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাশেদুজ্জামান রানা বলেন, আমাদের বিক্ষোভ মিছিলে উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকসহ কয়েকজন গুপ্ত হামলা করে পালিয়ে যায়। আমরা তাদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করছি। উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ বলেন, উপজেলা ছাত্রলীগের রাজনীতিতে সন্ত্রাসীদের স্থান নেই। হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ফাহিম শাহরিয়ার জিহানের এ ব্যাপারে কোন বক্তব্য পাওয়া যায়নি। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *