Connect with us

ফিচার

দিনাজপুরের ৪ উপজেলায় সবজি চাষ করে ১ হাজার নারী পুরুষ সাবলম্বী

Published

on

Exif_JPEG_420

নবাবগঞ্জ সংবাদদাতা: শীতকালীন আগাম সবজি চাষ করে দিনাজপুরের নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলায় ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি শ্রেনীর সবজি চাষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রযুক্তি ভিত্তিক ট্রেনিং গ্রহণ করে কার্তিকের অভাব অনটনের সময় সবজি চাষ তাদের দৈন্যদশা ঘুচিয়েছে। উৎপাদনের সাথে জড়িত থাকা বিরামপুর চকদূর্গা গ্রামের বাধাকপি চাষী নূর আলম জানান- বাড়ী সংলগ্ন এ একর জমিতে আগাম জাতের বাধাকপি চাষ করে ভাগ্যের উন্নয়নের চাকা ফিরিয়েছেন। সকালে বিরামপুর সবজি বাজারে কথা হয় সফল সবজি চাষী নূরল’এর সাথে। সে জানায়- এ সময়টি অভাব অনটনেই কাটতো তার। সবজি চাষ যেন সোনার হরিণ। কষ্ট নেই সংসারে। ধার-দেনাও করতে হয় না তাকে। সকালে ভ্যানে করে উৎপাদিত সবজি বাজারে এনে বিক্রি করে সাবলম্বী হয়েছে সে। বাজারে উঠেছে বিভিন্ন প্রজাতির শীতকালীন সবজি। বিরামপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ সহকারী কৃষি কর্মকর্তা আঃ মজিদ জানান- এভাবেই প্রতিদিন সকালে মহিলা ডিগ্রী কলেজের মাঠে সবজির বাজার। স্থানীয় শতাধিক ফড়িয়া ও ব্যবসায়ীরা ওই বাজার থেকে সবজি খুচরা ও পাইকারী ক্রয় করে স্থানীয় পার্শ্ববর্তী উপজেলার চাহিদা মিটিয়ে খোদ ঢাকা শহর সহ চট্টগ্রাম, সিলেট এলাকায় চলে যায়। স্থানীয় সফল ফল ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলাম জানান- শুধু বাংলাদেশেই নয়, বিরামপুরের কৃষকের উৎপাদিত সবজি বিদেশেও রপ্তানি হয়। এ বিষয়ে বিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা নিকছন চন্দ্র পাল জানান- এই বাজারে প্রতিদিন সকালে তিনি সহ উপ সহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত থেকে কৃষকদের পরামর্শও দিয়ে থাকেন। এদিকে নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় শীতকালীন সবজি চাষের বিপ্লব ঘটেছে। বিনোদনগর ইউনিয়নের হাসিম উদ্দিন জানান- ক্ষুদ্র ও প্রান্তিক চাষীরা বিনোদনগর ইউনিয়নে উচু জমিতে সবজি চাষ করে অনেকেই আর্থিকভাবে লাভবান হয়েছে। কৃষকেরা যেন যথাসময়ে সবজি বাজারজাত করতে পারে এজন্য স্থানীয় কৃষি বিভাগ যেন পর্যবেক্ষণ করে। ৯নং কুশদহ ইউনিয়নের মিডিয়াকর্মী মোঃ আঃ সাত্তার জানান- সবজি চাষ এখন কৃষকের বাড়তি আয়ের নতুন উৎস। যারা এক সময় কার্তিকের করালগ্রাসে অভাব অনটনে দিন কাটাতো তাদের সহায়ক হিসেবে সবজি চাষ বন্ধু হয়েছে। ওই ইউনিয়নের বøকের উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ হারুনুর রশীদ ও সুমন জানান- কৃষকদের সবজি চাষে তারা সার্বক্ষনিক পরামর্শ দিয়ে যাচ্ছেন। উপজেলা কৃষি কর্মকর্তা আবু রেজা মোঃ আসাদুজ্জামান জানান- দাউদপুর, বিনোদনগর, গোলাপগঞ্জ ও কুশদহ ইউনিয়নে সবজি চাষের ব্যপক সাড়া পড়েছে। তিনি আরও জানান- একই জমিতে অগ্রিম সবজি উত্তোলন করে পুনরায় সবজি চাষ করছে কৃষকেরা।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *