Connecting You with the Truth

ফ্লোরিডায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

ফ্লোরিডায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত শহীদুল আলম (৫৪) অরল্যান্ডোয় একটি মুদি দোকান চালাতেন। নিহতের ভাগ্নে বনানী থানার ওসি ভূইয়া মাহবুব হাসান জানান, স্থানীয় সময় বুধবার রাত ১০টার দিকে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল) দোকান থেকে ফিরে বাসায় ঢোকার সময় অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা শহীদুল আলমকে গুলি করে হত্যা করে।

তিনি আরো জানান, দোকান বন্ধ করে গাড়ি চালিয়ে আসেন মামা। গাড়ি রেখে বাসায় ঢোকার সময় তাকে গুলি করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

তিনি বলেন, প্রায় ১২ বছর আগে যুক্তরাষ্ট্রে বসবাস শুরু করেন মামা। আমার নানা আব্দুল কাইউম একজন পুলিশ কর্মকর্তা ছিলেন । শহীদুলের বাড়ি গোপালগঞ্জের ব্যাংকপাড়ায়। তার দুইটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Comments
Loading...